শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

পানছড়িতে ভারসাম্যহীন রোগীদের করোনার টিকা প্রদান


নুরুল আলম::খাগড়াছড়ি পানছড়ির বিভিন্ন এলাকার ভারসাম্যহীন রোগীদের করোনার টিকা প্রদান করা হয়েছে। এই মহতী সেবার উদ্যোক্তা ছিলেন পানছড়ির সামাজিক সংগঠন ‘চিহ্ন’।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা অনুতোষ চাকমার সার্বিক দিক নির্দেশনায় এই কার্যক্রম পরিচালনা করেন স্বাস্থ্য সহকারী মো. জাকির হোসেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ‘চিহ্ন’ এর সভাপতি শামিম সিহাব, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম শিমু, সদস্য মেহেদী হাসান, সাগর ও স্বাস্থ্য সহকারী জাকির মিলে বের হয় ভারসাম্যহীন রোগীদের খোঁজে। মুখরোচক খাবার দিয়ে আকৃষ্ট করার ফাঁকেই তাদের শরীরে প্রদান করা হয় করোনার টিকা।

স্বাস্থ্য সহকারী জাকির হোসেন বলেন, ‘জীবনে অনেক কাজ করেছি তবে আজকের কাজটি ছিল সবচেয়ে সেরা। এই কার্যক্রমে পানছড়ি থানার ওসি মো. আনচারুল করিমের নির্দেশনায় এসআই মো. মুহিউদ্দিন ও এএসআই মো. মোশারফ হোসেন কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

‘চিহ্ন’ ও স্বাস্থ্য সহকারী জাকিরের এই মহতী উদ্যোগ যেমনটি প্রশংসার দাবিদার তেমনি দেশের জন্যও একটি বিরল দৃষ্টান্ত বলে জানান অনেকেই।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!