নুরুল আলম:: পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা বিভিন্ন প্রকারের ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৪০) পলাশপুর জোন।
শুক্রবার ( ৪ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন বেলছড়ির দলিয়াছড়া নামক স্থান থেকে কাপড়গুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবি’র অধীনস্থ অযোধ্যা বিওপির টহল কমান্ডার জেসিও নায়েক সুবেদার আ. রাজ্জাকের নেতৃত্বে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন প্রকার কাপড় জব্দ করা হয়েছে। জব্দকৃত কাপড়ের মধ্যে রয়েছে চাকমা উপজাতিদের পোশাক থামি, ব্লাউজ ও লুঙ্গি । যার আনুমানিক বর্তমান বাজার মূল্য ৭৮ হাজার ৫শ ৫০ টাকা।
৪০ বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে.কর্নেল সোহেল আহমেদ পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতের ত্রিপুরায় তৈরী খেদাছড়ায় জব্দকৃত কাপড়গুলো ব্যাটালিয়ন সদরে জমা রয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।