নুরুল আলম:: গুইমারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।
২৭ অক্টোবর বৃহস্পতিবার ২০২২ গুইমারা উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে উপজেলা প্রশাসনের আয়োজনে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন এর সঞ্চালনায়, বিজ্ঞান ও প্রযুক্তি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা প্রানী ও প্রাণি ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা উঙ্কার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সরকারি কলেজ এর অধ্যক্ষ নাজিম উদ্দিন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ কালে সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। এখন থেকেই আমাদের খুবই সচেতনার সাথে আমাদের আগামী ভবিষৎদের বিজ্ঞান মনষ্ক করে তুলতে হবে। ডিজিটাল এই বাংলাদেশে সকলকে বিজ্ঞান মনষ্ক এবং উন্নত চিন্তাচেতনা সমৃদ্ধ হতে হবে। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনা মূলক বক্তব্য দিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।