নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলা পরিষদের নির্মাণধীন ভাবনের নির্মাণ ত্রæটি, অনিয়ম ও দ‚র্নীতির কারণে গত ৮ অক্টোবর ২০২২ বিকাল ৪টায় ছাদ ধসে পড়ে নিহত শ্রমিক সাজ্জাদের পরিবারের পাশে দাড়ালেন সাবেক এমপি ওয়াদুদ ভ‚ইয়ার নেতৃত্বে জেলা বিএনপি।
নিহত সাজ্জাদ হোসেনের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদান করতে পৌরসভার ২ নং ওয়ার্ডের কলেজ গেইট এলাকায় তার বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভ‚ইয়া সহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
এ ঘটনায় আরো ০৫ জন আহত হয়, তাদের খবর কেউ জানে না। মো. আমিনের একমাত্র ছেলে নিহত সাজ্জাদ হোসেন খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র ছিল। এই ছাত্র বাবার চিকিৎসার খরচ জোগাতে না পেরে শ্রমিক হিসাবে সেদিন ওই ভবনের নির্মাণ কাজে যায়।