শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

ঘূর্ণিঝড় সিত্রাং: কাপ্তাই এলপিসিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত


নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:: রাঙামাটি কাপ্তাই লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) শাখায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও উৎপাদন ব্যাহত হয়েছে।

জানা যায়, রবিবার (২৩ অক্টোবর) রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে কাপ্তাইয়ের এলপিসি শাখার প্রধান ফটকের নিরাপত্তা শাখার ওপর ডালাপালা ও লেকভিউতে গাছ উপড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ ঘণ্টা পর বিদ্যুৎ বিভাগের লোকজন এসে ডালপালা ও গাছ সরিয়ে সোমবার (২৫ অক্টোবর) বেলা ১২টায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় এবং এলপিসি শাখা উৎপাদন সক্ষমতা ফিরে পায়।

লাম্বার প্রসেসিং কমপ্লেক্স (এলপিসি) উৎপাদন শাখার কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে আমাদের এলপিসির নিরাপত্তার প্রধান ফটক ও লেকভিউতে গাছ পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যার ফলে উৎপাদন ব্যাহত হয়। প্রায় ১৮ ঘণ্টা পর বিদ্যুৎবিভাগের লোকজন এনে মেরামত করা হয়েছে এবং পুনরায় বিদ্যুৎ উৎপাদনে করতে সক্ষম হয়েছে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!