নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়িতে আওয়ামীলীগ নেতার মামলার আসামীদের গ্রেফতার দাবি করে সাংবাদিক সম্মেলন করেছে জেলা আওয়ামীলীগ। সাংবাদিক সম্মেলনে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি, মিথ্যাচার, মানহানিকর ও বিভ্রান্তিম‚লক নৈরাজ্য চালাচ্ছে বলে উল্লেখ করা হয়।
মঙ্গলবার (২৫ অক্টোবর ২০২২) সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।
সাংবাদিক সম্মেলনে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল আজমের উপর বিএনপির জেলা সাধারণ সম্পাদক এমএন আবছারের নেতৃত্বে হামলা করা হয় বলেও অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান অন্যথায় দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খাগড়াছড়ি জেলা অর্থ সম্পাদক শওকত উল ইসলাম। এসময় খাগড়াছড়ি আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দেসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিএনপির নেতাকর্মীদের নামে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজমের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত ২৪ অক্টোবর খাগড়াছড়ি জেলা বিএনপির প্রেস ব্রিফিং করেন।