শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪


নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা::“আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফির” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত র‌্যালি ও আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃলা দেবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা ট্রাফিক পরিদর্শক (টি আই) জয়নাল আবদিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর আজগর হোসেন, সাজেক পরিবহন মাটিরাঙ্গা প্রতিনিধি আবুবক্কর ছিদ্দিক, সিএনজি মালিক সভাপতি আব্দুস সোবহান, অটোরিক্সা ও মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম। এছাড়াও সিএনজি, রিক্সা, অটোরিক্সা, মোটর বাইক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার তৃলা দেব বলেন, যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন, যুগোপযোগী পরিবহন সেবা নিশ্চিত করনে চালক ও পরিবহন শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করণে মোটর সাইকেল চালক ও যাত্রীদের হেলমেট ব্যবহার করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলতে পরিবহন শ্রমিক ও পথচারীদের প্রতি আহ্বান জানান তিনি।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!