নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: রাঙামাটি কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ চিৎমরম থেকে ১শত ৩০ লিটার চোলাই মদসহ এক মহিলাকে আটক করেছে।
শুক্রবার (২১ অক্টোবর) সন্ধায় চিৎমরম ইউনিয়নের ফুইট্যাছড়ি নিজ বাসা হতে অংক্রাসং মারমাকে (৪২) চন্দ্রঘোনা থানা পুলিশ আটক করে। আটক অংক্রাসং মারমা ৩নং চিৎমরম ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফুইট্যাছড়ি এলাকার বাসিন্দা।
চন্দ্রঘোনা থানার ইকবাল বাহার চৌধুরী (ওসি) জানান, পুলিশ পরিদর্শক ইশতিয়াকসহ গোপন সংবাদের ভিত্তিতে মহিলার বাসা থেকে ১৩টি সাদা প্লাস্টিকের কন্টেইনারে ভর্তি ১৩০ লিটার চোলাইমদসহ তাকে আটক করা হয়। শনিবার (২২ অক্টোবর) মাদক আইন মামলায় রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।