শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

সাজেকে সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্স পরীক্ষা করছে সেনাবাহিনী


নুরুল আলম:: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। গত দুই দিনে সাজেক বাঘাইহাট সড়কে চাঁদের গাড়ি দুর্ঘটনায় সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটকের মৃত্যুর পাশাপাশি ১৮ জন গুরতর আহত হওয়ার ঘটনায় সড়কে যানচলাচলের উপর প্রশাসনিক নজরধারি বাড়ানো হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সাজেক সড়কে চলাচল করা সকল যানবাহনের ফিটনেস ও চালকদের লাইসেন্স পরীক্ষা শুরু করেছে সেনাবাহিনী। পাশাপাশি গতিসীমাও সর্বোচ্চ ৪০ কি.মি নির্দেশনা দেয়া হয়েছে উপজেলা প্রশাসন থেকে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। সকাল থেকে শুরু হওয়া যাচাই-বাছাইের কারণে সাজেক সড়কে চাঁদের গাড়ি চলাচল অনেক কমে গেছে। এদিকে সকাল থেকে শুরু হওয়া লাইসেন্স পরীক্ষাকে স্বাগত জানিয়েছে শত পর্যটকসহ স্থানীয়রা।

সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা চাইনা সাজেক সড়কে আর একটি দুর্ঘটনা ঘটুক। একজন মানুষ মারা যাক। আমরা উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর প্রতি অনুরোধ করবো যাতে এই যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান থাকে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!