শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪
Exif_JPEG_420

নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৯পিস ইয়াবা ও এক মোটরসাইকেলসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে। তারা হলেন, গুইমারা উপজেলার হাফছড়ির ইউনিয়ন এর আমতলীপাড়ার উগ্যয় মারমার ছেলে মংশেনু মারমা এবং ২য় জন একই এলাকার উগ্যজাই চৌধুরীর ছেলে রাজিব চৌধুরী।

গত ১৯ অক্টোবর ২০২২ বিকালের দিকে গুইমারা থানার অফিসার ইনর্চাজ মুহাম্মদ রশিদ এর নিদের্শনায় এস আই মো: সারওয়ার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় গুইমারা খাদ্য গুদাম সংলগ্ন রামসু বাজার যাওয়ার পথে মোটরসাইকেলের তল্লাশি চালালে ইয়াবা পাওয়া যায়। তৎক্ষণাত মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে পুলিশ। এসময় আটককৃত ব্যক্তিদের নিকট থেকে ৪৯টি ইয়াবা পাওয়া যায়।

গুইমারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারার খাদ্যগুদাম সংলগ্ন রামসু বাজারে মাদক বিরোধী অভিযান চালালে, ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!