শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

নানিয়ারচরে জেলা লিগ্যাল এইড অফিসারের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর:: রাঙামাটির নানিয়ারচরে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা জেলা লিগ্যাল এইড কমিটি।

বুধবার (১৯অক্টোবর) সকালে নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুর রহমানের কার্যালয়ে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ।

সভায় অন্যান্যের মাঝে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল, অফিসার ইনচার্জ সুজন হালদার, নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান কল্পনা চাকমাসহ সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় সহকারী জজ নানিয়ারচর উপজেলা লিগ্যাল এইড কমিটি গঠন, সরকারীভাবে জেলা লিগ্যাল এইড অফিসের বিনামূল্যে আইনি সহায়তা, পারিবারিক ও জমি সংক্রান্ত জটিলতা নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মুক্ত আলোচনা করেন।

এর আগে মো. জুনাইদ উপজেলার ইসলামপুর এলাকায় স্থানীয় জনগন ও ব্যবসায়ীদের সাথে এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে ইমাম, খতীব ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়াও ইসলামপুর এলাকায় নালিশী জমিতে মিমাংসা সভায় অংশগ্রহণ করেন এই জেলা লিগ্যাল এইড অফিসার।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!