শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪
“ছাদ খোঁলা গাড়িতে মোটর শোভাযাত্রা,ফুলেল ভালোবাসায় সিক্ত ফুটবল কন্যারা”

নুরুল আলম: :: বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য চট্টগ্রামের ৫ ফুটবল কন্যা ও সহকারী কোচকে সংবর্ধনা দিয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। সোমবার (১৭ অক্টোবর ২০২২) সকালে মোটর শোভাযাত্রা করে শহরের জেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গনে ফুলেল শুভেচ্ছা সিক্ত হয় সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ-এ জয়ীরা।

এ সময় তাদের ফুল পাপড়ির আচ্ছাধন ও ফুল ছিটিয়ে বরণ করা হয়। পরে একে একে উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দরা। আয়োজিত সংবর্ধনায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী ও উদ্বাস্তু পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

সাপ নারী ফুটবল খেলোয়ার আনুচিং মগিনী, আনাই মগিনী,রূপনা চাকমা,মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা,সহকারী কোচ তৃষ্ণা চাকমার হাতে অনুষ্ঠানের প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিসহ অতিথিরা সম্মাননা ক্রেষ্ট,প্রত্যেক খোলোয়ারকে ২ লক্ষ ১ হাজার টাকার করে মোট ১২ লক্ষ ৬ হাজার টাকার চেক তুলে দেন।

“ছাদ খোঁলা গাড়িতে মোটর শোভাযাত্রা,ফুলেল ভালোবাসায় সিক্ত ফুটবল কন্যারা”

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মনিকারা পাহাড়ের গর্ব নয়, বাংলাদেশের গর্ব। পার্বত্য চট্টগ্রামের প্রত্যান্ত জনপদের মেয়ে হয়েও তারা দেশের সুমান উজ্জ্বল করেছে। তারা আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করে নারী সাফল্যে পাহাড় আজ ধন্য বলেও মন্তব্য করে বক্তারা।

এতে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম,খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক,খাগড়াছড়ি ডিজিএফআই ডেট কমান্ডার কর্ণেল সরদার ইসতিয়াক আহমেদ,খাগড়াছড়ি মং সার্কেল সার্কেল চীপ সাচিংপ্রু চৌধুরী,খাগড়াছড়ি জেলা এনএসআই যুগ্ন পরিচালক মোঃ ফিরোজ রাব্বানী,খাগড়াছড়ি ৩২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল এম এইচ হাফিজুর রহমান,খাগড়াছড়ি এএসইউ’র ডেট কমান্ডার লেঃ কর্ণেল চৌধুরী মোহাম্মদ শামসুল আলম,খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক কে এম ইয়াছির আরাফাত।

“ছাদ খোঁলা গাড়িতে মোটর শোভাযাত্রা,ফুলেল ভালোবাসায় সিক্ত ফুটবল কন্যারা”

এছাড়াও খাগড়াছড়ির সাবেক এমপি যতীন্দ্রলাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রনবিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মোঃ শানে আলম, খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম,পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেতা এড. আশুতোষ চাকমা,খোকনেশ^র ত্রিপুরা,নিলোৎপল খীসা,শতরূপা চাকমা,শাহিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

একই সময়ে সংবর্ধনাকালে একই সাথে খাগড়াছড়ি বিজিবির সেক্টর কমান্ডারের পক্ষ থেকে ফুলের তোরা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। করেন। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!