নুরুল আলন:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইউনাইটেড পারপাস ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষি ক্ষেত্রে ঝুঁকি ও সমাধানের উপায় নিরুপণ বিষয়ক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা কৃষি অফিসার অঙ্কাঁর বিশ্বাস।
রবিবার (১৬ অক্টোবর) ২০২২ গুইমারা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বিএমজেড-জি আইজেড এর অর্থায়নে ইউনাইটেড পারপাস ও তৃণমূল উন্নয়ন সংস্থার উদ্যোগে কৃষি ক্ষেত্রে ঝুঁকি ও সমাধানের উপায় রিুপণ বিষয়ক কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।
অন্যান্যদের মধ্যে ছিলেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা প্রকল্প কর্মকর্তা আনোয়ারা বেগম, ডইঈ সহকারী কর্মকর্তা রিপন কান্তি চাকমা, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধিরা। জানা যায়, কর্মসূচিতে আক্ষমনি পাড়া, জমাদারপাড়া, রাবারবাগান রামসুপাড়া এই চারটি এলাকায় কৃষি সমস্যা সমাধান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে তিনটি এলাকায় প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এই প্রশিক্ষণে মোট ১৮জন প্রশিক্ষণার্থী অংশে নিচ্ছেন।
প্রশিক্ষনের উপর গুইমারা উপজেলা কৃষি অফিসার অঙ্কাঁর বিশ্বাস বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অর্ধেকের বেশি মানুষই কৃষির উপর নির্ভরশীল। তাই কৃষি ক্ষেত্রে ঝুঁকি ও সমস্যা সমাধানের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। কারণ সচেতনার সাথে কাজ করলে কাজে সফলতা এবং ফলন বৃদ্ধি পাওয়া সম্ভব। এছাড়াও কৃষকদের মাঝে কৃষি ক্ষেত্রে সমস্যা ও সমাধান বিষয়ক বিভিন্ন কর্মশালার মাধ্যমে সকলকে উদ্ভেুদ্ধ করতে হবে।