নিজস্ব প্রতিবেদক, কাপ্তাই:: নিরাপদ খাদ্য পরিদর্শক কর্তৃক দায়েরকৃত মামলায় চট্টগ্রাম জেলার চাক্তাই বাজারের “হোসাইন টি” নামক একটি প্রতিষ্ঠানকে দুই লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাঙামাটি জেলা বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারহানা ইয়াসমিন এর উপস্থিতিতে মামলাটির রায় ঘোষনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ জানান, গত ২০২১ সালের ১৭ ই অক্টোবর তিনি বাজার মনিটরিং করার সময় কাপ্তাই উপজেলার শিলছড়ি শুক্কর ষ্টোর হতে মেয়াদ উত্তীর্ণ “হোসাইন টি” এর চাপাতার প্যাকেট গুলো জব্দ করেন। পরে তিনি রাঙামাটি বিশুদ্ধ খাদ্য আদালতে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন ৩২ (গ) ধারায় মামলা দায়ের করেন। যার মামলা নং:- ১/২১। তারই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) প্রতিষ্ঠানটির অনিয়ম প্রমাণিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছে আদালত।
প্রসঙ্গত, নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রতিনিয়ত বাজার মণিটরিং কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে কাপ্তাই নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ইলিয়াছ ও তাঁর দপ্তর এবং প্রতিনিয়ত এই বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে খাদ্য পরিদর্শক জানিয়েছে।