শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

দীঘিনালায় সেনাবাহিনীর পাঁচ শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরণ

পার্বত্য দূর্গম এলাকার জনগোষ্ঠির পাশে আছে সেনাবাহিনী

আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়ির দীঘিনালার দূর্গম বাবুছড়ায় বিনামূল্যে পাঁচশতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা ও ঔষধ বিতরন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দীঘিনালা উপজেলা বাবুছড়ায় খাগড়াছড়ি সেনা রিজিয়ন আয়োজনে দীঘিনালা ৪ই বেঙ্গলে সহয়োগীতায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়।

বাবুছড়া ইউনিয়নের বাবুছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের পাঁচ শতাধিক দুঃস্থ গরীব রোগীদের মাঝে এ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন উদ্বোধন করেন,খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি,পিএসসি।

উদ্ভোধন শেষে খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড কমান্ডার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকার জনগোষ্ঠির মানুষের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী। দূর্গম জনপদের লোকজনেরা সরকারী সুযোগ-সুবিধা সেবা নিতে আসতে অনেক সময় লাগে। তাদের বিভিন্ন শারীরীক সমস্যা গুলো দীর্ঘ দিন ধরে ভোগেন।

বিশেষ করে বৃদ্ধ বয়সে চক্ষু সমস্যাটা বেশি। তাই আমার চক্ষু চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা ও চশমা দিচ্ছি এবং সানি পারা রোগীদেরকে বিনামূল্যে অপরাশেন করানোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।

মগা কার্বারী পাড়া এলাকার চক্ষু রোগি জ্ঞান রঞ্জন চাকমা(৬৫) বলেন, অনেক দিন ধরে চোখের সমস্যা নিয়ে ভুগছি টাকা অভাবে ডাক্তার দেখাতে পারছিনা। আর্মির ডাক্তার আমার চোখ পরীক্ষা করছে এবং ঔষধ দিয়েছে।সেনাবহিনীর চিকিৎসা নিতে এসে রুমি বড়ুয়া(৬০) আর্মিদের চিকিৎসা অনেক ভাল তাই চিকিৎসা নিতে আসছি।

এসময় উপস্থিত ছিলেন, দিঘীনালা জোনের ৪ই বেঙ্গল এর জোন কমান্ডার লেঃ কর্নেল রুমন পারভেজ, ক্যাপ্টেন মোস্তাফিজুর রহমান, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হোসেন, দিঘীনালা জোনের জোনাল স্টাফ অফিসার মেজর আদিব, বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ জীবন চাকমা প্রমূখ।

মেডিকেল ক্যাম্পে সহকারী সার্জন ডা. জাহেদুল আলম,মেডিকেল আফিসার ক্যপ্টেন বাশার, মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোস্তাফিজ, চক্ষু ডা. প্লাবন দেব আবাসিক মেডিকেল অফিসার খাগড়াছড়ি চক্ষু হাসপাতাল, উপ-সহকারী মেডিকেল অফিসার নুর উদ্দিন, সহকারী সার্জন ডা. ঋতু বড়ুয়া ডাক্তার হিসেবে চিকিৎসা সেবা প্রদান করেন। মঙ্গলবার (৪ অক্টোবর ২০২২) বিকেলে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!