নুরুল আলম:: “সময়ের অঙ্গীকার ,কন্যাশিশুর অধিকার”এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির গুইমারাতে জাতীয় কন্যাশিশু দিবস ২০২২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,গুইমারার আয়োজনে,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালায়ের সম্মেলন কক্ষে,উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ্ এর সভাপতিত্বে,মঙ্গলবার (০৪অক্টোবর)সকাল ১০টায় এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন,গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মো: নাজিম উদ্দিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাম্মৎ হাছিনা আক্তার। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন, সাবেক গুইমারা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ম্রাসাথোয়াই মগ, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান, গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, সদর ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, গুইমারা থানার সাব ইন্সপেক্টর মো: জহিরুল ইসলামসহ বিভাগীয় কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধিবৃন্দ।