নুরুল আলম:: গুইমারায় প্রধান মন্ত্রীর ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভার সভাপতিত্ব করে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ।
২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাই চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, গুইমারা থানার অফিসার ইনর্চাজ এর প্রতিনিধি, হাফছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা কেন্দ্রীয় জামে মসজিদ এর ইমাম মো: ওসমান গণি, গুইমারা সরকারি কলেজ এর শরীর চর্চা বিষয়ক ও আইসিটি বিষয়ক প্রভাষক আব্দুর রাজ্জাকসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত অতিথিরা বলেন, আজকের এই দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ এবং সাফল্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা জন্ম গ্রহন করেন। তাঁর হাত ধরে দেশ আজ উন্নয়নের ধারা অব্যহত রাখছে। প্রধান মন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশ পেয়েছে স্বপ্নের পদ্মা সেতু। এছাড়াও প্রধান মন্ত্রীর দীর্ঘাইয়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভার সভাপতি উপজেলা নিবার্হী অফিসার বলেন, দেশরত্ম প্রধান মন্ত্রীয় শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন সরকারি ভাতার ব্যবস্থা করে দিচ্ছেন তিনি। তার উন্নয়নের ধারা অব্যাহত রেখে সকলকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।