আল-মামুন, খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছে জেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। বুধবার সকালে দলীয় কার্যালয়ে দোয়া মিলাদ মাহফিল,জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বর্ণাঢ্য এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে দিয়ে জন্মদিনের কেক কেটে আনন্দ ভাগাভাগি করে নেতাকর্মীরা। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরার নেতৃত্বে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: শানে আলম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, বন ও পরিবেশ সম্পাদক শওকত উল ইসলাম।
এছাড়াও খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ও পরিষদ সদস্য শতরূপা চাকমা, জেলা যুবলীগের সাধারন সম্পাদক কেএম ইসমাইলসহ সহযোগি সংগঠনের নেতারা এতে অংশ নেন।
সংক্ষিত সমাবেশে বক্তারা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদশ বিশ^ দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে এবং উন্ননের ধারাবাহিকতায় সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন নেতৃবৃন্দরা।