নিজস্ব প্রতিবেদক:: পাবর্ত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক মো. সাদ্দাম হোসেনের নেতৃত্বে রাত সাড়ে ১০টা বেলছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড খেদাছড়া কালামিয়া লিডার পাড়া, হাবিবুর রহমান ভূঁইয়ার বাড়ি থেকে মৃত হাবিবুর রহমানের ছেলে সুলতান ভূঁইয়া (৩৭) কে ৬শ গ্রাম গাঁজাসহ আটক করা হয় । রাত সাড়ে ১১টায় তাইন্দং ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুসলিম পাড়াস্থ আব্দুল খালেকের বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ আব্দুল খালেকের ছেলে আক্তার হোসেন (৩৩) কে আটক করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘ দিন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর (৩৬)১ এর সারণির ১৯ (ক) ধারায় পৃথক দুটি মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক ব্যবসায়ী ও চোরা কারবারিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। কাউকে ছাড় দেয়া হাবে না।