শিরোনাম
বুধ. ডিসে ২৫, ২০২৪

শারদীয়া দূর্গোৎসবে নিরাপত্তায় সজাগ রয়েছে পুলিশ বাহিনী

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: সভায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মো. নাইমুল হক বলেছেন, সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে নির্বিঘ্ন ও আনন্দময় করতে জেলা পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তিনি সকলের সহযোগিতা কামনা করে বলেন, শান্তিপূর্ণভাবে শারদীয়া দূর্গোৎসব পালন করার জন্য সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বুধবার বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে আইন শৃঙ্খলা সক্রান্ত বিষয়ে বিশেষ মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসব মুখর পরিবেশে যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পার্বত্য জেলা খাগড়াছড়ি জেলায় ৫৭টি পূজা মন্ডপে প্রতিবছরের ন্যায় শারদীয়া দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। এই বছরও যাতে শান্তি ও সুন্দর পরিবেশে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হয় তার জন্য সকলের প্রতি আহবান জানান, জেলা পুলিশ সুপার মো. নাইমুল হক।

অতিরিক্ত পুলিশ সুপা জিনিয়া চাকমা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সা. সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, মানিকছড়ি সার্কেল এএসপি মো. কামরুজ্জামান, মাটিরাঙ্গা সার্কেল এএসপি মিজানুর রহমান, পূজা উদযাপন পরিষদ-খাগড়াছড়ি জেলা শাখার সা. সম্পাদক তরুন কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদ’র পেশ ঈমাম মাওলানা মো. সালাউদ্দিনসহ ৯ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি-সম্পাদকরা বক্তব্য রাখেন।

সভায় কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রক্ষী নারায়ন মন্দিরসহ জেলার ৫৭টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব ও মন্দিরের ঘট পূজার প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি অনুরোধ জানানো হয়। মন্দির পরিচালনা পরিষদকে শারদীয় দূর্গা পুজোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করার জন্য পরামর্শ দেয় হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!