নুরুল আলম:: খাগড়াছড়িতে পুলিশের অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে নিয়ে আসার সময় প্রায় দেড় লাখ টাকার ভারতীয় কম্বলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির সামনে থেকে একটি মাহিন্দ্র্র গাড়ি তল্লাশী করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের ২৮ পিস ভারতীয় কম্বল উদ্বার করা হয়। এ সময় একটি মাহিন্দ্রসহ তিন জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত হচ্ছে,এলিন চাকমা (২৩),অংসাপ্রু মং (৩৫) ও ক্যাজরি মগ (২৪)।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থানার উপ-পরির্দশক মো. তৌকিকের নেতৃত্বে খাগড়াছড়ি থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির এলাকায় অভিযান চালিয়ে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে চোরালানের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে খাগড়াছড়ি আনার পথে তিনজনকে গ্রেফতার করা হয়।