নিজস্ব প্রতিবেদক বিলাইছড়ি:: বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-বিলাইছড়িতে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার আয়োজনে দিনব্যাপী জেন্ডার ও সেক্স ও নারী প্রতি সহিষ্ণুতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) উপজেলা কনফারেন্স রুমে কানাডা ও বাংলাদেশ সরকারের অর্থায়নে – ইউএনডিপি’র ও গ্রোবাল এফেয়ার্স ( এঅঈ)সহায়তায় এবং স্ট্রেট্রেটিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিলট্রাকস (ঝওউ-ঈঐঞ) -এর সাপোর্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সিএইচটি নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা,
এছাড়াও রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি’র প্রশিক্ষক শ্যামল দত্ত চাকমা,আশিকার প্রকল্প সমন্বয়ক সৌরভ দেওয়ান,ট্রেনিং অফিসার রিতা চাকমা এবং সহায়তায় বিপ্লব চাকমা প্রমূখ।