নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারায় ৫টি উপজেলা নিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টর উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ। টুর্নামেন্ট উপস্থাপনার দায়িত্বে ছিলেন মাসুদ পারভেজ।
এ উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা বনাম রামগড়, লক্ষ্মীছড়ি বনাম মানিকছড়ির খেলা অনুষ্ঠিত হয়। খোলার প্রথমদিনে মোট ৪টি দল অংশ গ্রহণ করে।
খেলায় রামগড়ের সোনাইআগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ০-১ গোলে পরাজিত করেছে মাটিরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে। ফলাফল: মাটিরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ১ গোল ও রামগড় সোনাইআগা সরকারি প্রাথমিক বিদ্যালয় ০ গোল।
দ্বিতীয় ম্যাচের ফলাফল মাটিরাঙ্গা অংতু মাস্টারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ০ গোল ও রামগড় লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল গোল সংখ্যা ১।
অন্যদিকে মানিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে ০-২ গোলে পরাজিত করেছে লক্ষ্মীছড়ি মংলাপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীছড়ি বেনাজরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে ০-১ গোলে পরাজিত করেছে মানিকছড়ি ছদুরকিল প্রাথমিক বিদ্যালয়। ফলাফল: লক্ষ্মীছড়ি মংলাপাড়া প্রাথমিক বিদ্যালয় ২ এবং মানিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল ০। আবার মানিকছড়ির ছদুরকিল প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ১ এবং লক্ষ্মীছড়ি বেনাজরি সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল ০।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমীতির জেলা শাখার আহ্বায়ক ও শ্মসান টিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, গুইমারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি অংসাপ্রু চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, প্রাথী ও সম্পদ বিষয়ক কর্মকর্তা ডা. আলোমগীর হোসেন, ইউ আর সি অফিসার আসগর হোসেন, গুইমারা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেন, গুইমারা প্রেসক্লাব সভাপতি নুরুল আলমসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।