ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলা বিকল্প নেই
নিজস্ব প্রতিবেদক:: তিন দিনব্যাপী সেক্টর আন্ত:ব্যাটালিয়ন কুস্তি প্রতিয়োগিতার উদ্বোধন করা হয়েছে খাগড়াছড়িতে। রোববার (১৮সেপ্টম্বর ২০২২) সকাল ১০টায় খাগড়াছড়ির ঐতিহাসিক জেলা স্টেডিয়ামের ইনডোরে এই কুস্তি প্রতিয়োগিতার উদ্বোধন করা হয়।
বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত কুস্তি প্রতিয়োগিতা সেক্টর কমান্ডার এর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান, পিএসসি।
তিনি বলেন,‘খেলাধুলা মানুষ ও জাতিতে জাতিতে ভ্রাতৃত্ববোধের জন্ম দেয়। ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে খেলাধুলার বিকল্প নেই। খেলার মাধ্যমে একজন সৈনিকের সাহসিকতা, আত্মবিশ্বাস ও মনোবল প্রকাশ পায়। সেই সাথে খেলাধুলার মাধ্যমে শরীর ও মনকে সতেজ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে। এ লক্ষকে সামনে রেখেই এ ধরবেন প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রতিযোগীতায় মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন, পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন, বাববুড়া ৭ বিজিবি ব্যাটালিয়ন, বাঘাইহাট ৫৪ বিজিবি ব্যাটালিয়ন, খাগড়াছড়ি সেক্টর ৩২ বিজিবি ব্যাটালিয়ন এর ৮০ জন কুস্তি খেলোয়ার অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি সেক্টর ও অধীনস্থ ইউনিটের কর্মকর্তাবৃন্দরা অংশ নেন।