খাগড়াছড়িতে সুপার স্টার ক্যাবলস এর বিক্রয় কেন্দ্র উদ্বোধন
আল-মামুন,খাগড়াছড়ি:: সুপার স্টার ক্যাবলস গ্রাহক সেবা ও মানে অনন্য উল্লেখ করে সুপার স্টার গ্রুপ লিমিটেড এর চীফ ওপারটিং অফিসার (সিওও) শেখ তোফায়েল আহমেদ বলেছেন, বৈদ্যুতিক অগ্নিকান্ডের ক্ষেত্রে বেশির ভাগেই ক্যাবলস ত্রুটির জন্যই হয়ে থাকে।
বিষয়টি মাথায় রেখে সুপার স্টার গ্রুপ দেশের মানুষের গ্রাহক সেবা নিশ্চিত করতে সেরা ও উন্নত মানের ক্যাবলস দিয়ে প্রতিযোগিতার বাজারে গ্রাহক সেবা দোরগোরায় পৌঁছে দিতে কাজ করছে বলে মন্তব্য করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি। বৃহস্পতিবার খাগড়াছড়ি জেলা শহরের নারিকেল বাগান এলাকায় সুপার স্টার ক্যাবলস এর খাগড়াছড়িতে বিক্রয় কেন্দ্র উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মো: শানে আলম। এদিকে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান শানে আলম প্রতিষ্ঠানটির গুণগতমান ও সেবার মধ্য দিয়ে অচিরেই বার্ণিজ্যিক সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ফিতা কেটে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কেটে অতিথি আপ্যায়ন করে। এর আগে সকালে কোরআন খতম,দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
এতে সুপার স্টার গ্রুপ লিমিটেড এর এজিএম (মার্কেটিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট) আব্দুল্লাহ আল-মামুন,সেলস্ ম্যানেজার আমিনুল ইসলাম আমিন, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি লিয়াকত আলী,সুপার স্টার ক্যাবলস এর খাগড়াছড়ি পরিবেশক আবদুর রহিম সুমন,প্রতিষ্ঠানটির রিজিওনাল সেলস্ ম্যানেজার হোসাইন মো: মহিউদ্দিন,খাগড়াছড়ি বিশিষ্ট ব্যবসায়ী তপন চৌধুরীসহ খাগড়াছড়ি ইলেকট্রিক গ্রুপের সকল সদস্যরা এতে অংশ নেন।