শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

কারাগারে থেকেও পরীক্ষা দিচ্ছে তিন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: পার্বত্য জেলা খাগড়াছড়িতে জেল খানায় বসে মাধ্যমিক সার্টিফিকেট পাশ পরীক্ষা দিচ্ছেন তিনজন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ। বৃহস্পতিবার(১৫ সেপ্টেম্বর) সারাদেশে একযোগে শুরু হওয়া পরীক্ষায় কারাগারের অফিস কক্ষে বসেই এই তিন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষায় অংশ নেওয়া খাগড়াছড়ি পৌরসভার কদমতলী এলাকা জাহাঙ্গীর আলমের ছেলে সোহাগ আলম নারী ও শিশু নির্যাতন মামলার আসামী হয়েছেন। সে খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র। একমাস আগে কারাগারে যায় সে।

অপর দুইজন আরিফুল ইসলাম হত্যা মামলার আসামী। সে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েকদিন আগে পুলিশের হাতে আটক হয়ে জেলে প্রেরণ করে বিচারীক আদালত। নিপুন ত্রিপুরা হত্যা মামলার আসামী এই শিক্ষার্থী। সে মাটিরাঙ্গা মিউনিসিপ্যাল স্কুলের শিক্ষার্থী। একবছর আগে জেলে গেছে।

খাগড়াছড়ি জেলা কারাগারের জেলার এ জি মাহমুদ বলেন, তিন শিক্ষার্থী কারাগারের অফিস কক্ষে বসে পরীক্ষা দিচ্ছে। তারা ৩ শিক্ষকের তত্ত্বাবধায়নে পরীক্ষা দিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে তারা পরীক্ষা শুরু করেছে।

খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা উত্তম খীসা জানান, জেলায় এবার তিন পরীক্ষার্থী কারাগারে বসে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তারা যাতে নির্ধারিত সময় পরীক্ষায় অংশ নিতে পারে সেজন্য সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে তিনি জানান।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!