নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে” বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দুর করি” প্রতিপাদ্যে ২০২২-২২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় সরকারি বেসরকারি প্রাতিষ্ঠানিক জলাশয় ও ব্যাক্তি পর্যায়ে চাষের জন্য মাছের পোণা বিতরণ করা হয়েছে।
১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে মাছের পোণা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোণা বিতরণ করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোতাছেম বিল্যাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) সুদৃষ্টি চাকমা। এছাড়া মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, মৎস্য বিভাগের পক্ষ থেকে গুইমারা উপজেলার ব্যাক্তিমালিকানা মৎস্য চাষী ও বর্ডার গার্ড বাংলাদেশ গুইমারা সেক্টর, সিন্দুকছড়ি সেনাজোন ও সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের জলাশয়ের জন্য পোণা বিতরণ করা হয়।