নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তে ফেনী নদী থেকে অর্ধগলিত এক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে রামগড় থানার পুলিশ। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ লাশ উদ্ধার করা হয়। স্বজনরা জানান, শুক্রবার থেকে নিখোঁজের পর থেকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পৌরসভার ১নং ওয়ার্ডের মন্দির ঘাট এলাকার ভারত বাংলাদেশ সীমান্তে ফেনী নদীতে ভাসমান লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়।
লকডুম কুমার ত্রিপুরা খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাশ্ববত্তী মাটিরাঙা উপজেলার তেকুম্বা পাড়ার বাসিন্দা নবীন কুমার ত্রিপুরার ছেলে। নিহতের বড় ভাই রশি কুমার ত্রিপুরা জানান, গত শুক্রবার বিকেল থেকে ভাই নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে রবিবার বিকেলে রামগড় সীমান্তে ফেনী নদীর পানিতে ভাসতে দেখে। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে লাশ আত্মীয়-স্বজনের হাতে তুলে দেওয়া হবে এবং পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।