নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা (অভিযান) করেছে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে খাগড়াছড়িতে চক্ষু হাসপাতালসহ মোট ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এক্সরে টেকনোলজিস্ট ও ডাক্তার না থাকায় ফেয়ার হেলথ, ছাঁদনী, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, চেঙ্গী কাঁশবন হাসপাতাল ও কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷
খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে অবৈধ ডায়াগনস্টিকগুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। খাগড়াছড়িতে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, সদর উপজেলা ইউএইচএন্ড এফপিও ডা. সনজিব ত্রিপুরা, ডা. সুবল জ্যোতি চাকমা প্রমুখ।