শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টি সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা (অভিযান) করেছে খাগড়াছড়ি স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে খাগড়াছড়িতে চক্ষু হাসপাতালসহ মোট ৯টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এক্সরে টেকনোলজিস্ট ও ডাক্তার না থাকায় ফেয়ার হেলথ, ছাঁদনী, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, চেঙ্গী কাঁশবন হাসপাতাল ও কেএসটিসি ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে৷

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে অবৈধ ডায়াগনস্টিকগুলো বন্ধের জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে। খাগড়াছড়িতে এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, ডেপুটি সিভিল সার্জন ডা. মিটন চাকমা, সদর উপজেলা ইউএইচএন্ড এফপিও ডা. সনজিব ত্রিপুরা, ডা. সুবল জ্যোতি চাকমা প্রমুখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!