নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনৈতিক কাজ করার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েছে আহাদ বৈদ্য (৩২) নামে এক স্কুল শিক্ষক। রবিবার রাত ৯টার সময় বেলছড়ি ইউনিয়নের আম বাগান নামক এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুইদিন পরও এখনো কোনো সমাধান হয়নি। এই ঘটনায় সুষ্ঠ সমাধান না হলে দিন দিন বাড়তে থাকবে অনৈতিক কাজ সহ নানান অপকর্ম।
জানা যায়, বেলছড়ি ৪নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমবাগান বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহাদ বৈদ্য ও একই গ্রামের বাসিন্দা মনির হোসেন পেশাগত কারণে দীর্ঘ দিন যাবত চট্টগ্রামে থাকে। এ সুযোগে মনিরের স্ত্রী নাসরিন আক্তার’র সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে স্থানীয় স্কুল শিক্ষক আহাদ বৈদ্য। গত ৪ থেকে ৫ বছর ধরে চলে তাদের নিরব পরকীয়া। সম্প্রতি কালে বৈদ্য-নাসরিনের অনৈতিক সম্পর্ক স্থানীয়দের দৃষ্টি গোচর হলে গোপনে তাদেরকে নজরদারিতে রাখা হয়। গত ২৮ আগস্ট রাতে এলাকার লোকজন বাসায় চলে গেলে সময় বুঝে নাছরিনের বাড়ির পিছনে জঙ্গলে নাছরিন ও বৈদ্য অনৈতিক কাজে লিপ্ত হয়। এসময় এলাকার লোকজন ধরে ফেলে তাদেকে।
উক্ত ঘটনা সমাধান কল্পে রাত দুইটা পর্যন্ত স্থানীয় গণ্যমান্য লোকজন সহ বৈদ্যের বাবা-মা নাসরিন-বৈদ্যের বিয়ে দেওয়ার এক মত পোষণ করে। নাসরিনও তাতে সম্মতি দেয়। যেহেতু নাছরিন অন্যের বিবাহিত স্ত্রী এবং একটি সন্তান রয়েছে এবং বৈদ্য দুই সন্তানের পিতা ও স্ত্রী আছে , তাই আইনি জটিলতার কথা চিন্তা করে আমি কোন সিদ্ধান্ত না দিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির ৪ থেকে ৫ জন লোকের উপস্থিতিতে বাসায় চলে আসি ।
সোমবার সন্ধ্যায় আহাদ বৈদ্যের স্ত্রী সুমাইয়া বলেন, ‘নাছরিন এখন বৈদ্যের বাবার বাসায় আছে। তাদের বিয়ে হয়নি। থানায় অভিযোগ বা মামলাও হয়নি।