নিজস্ব প্রতিবেদক::: খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ দশ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৩০ আগস্ট ২২) দিবাগত রাত আড়াইটার দিকে পানছড়ি থানার ওসি মো: আনচারুল করিমের নেতৃত্বে খাগড়াছড়ি সদরের চৌধুরী বোডিং গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মহিউদ্দিন (ওরফে) মহিন-মুন্নাকে আটক করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রয়েছে। যার মামলা নং-৪ এবং ৩৯৪ দ: বিধিতে দশ বছরের সাজাপ্রাপ্ত এবং তার বিরুদ্ধে আরো ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামী মো. মহিউদ্দিন (ওরফে) মহিন-মুন্না পানছড়ি উপজেলার ছনটিলা গ্রামের মুকবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পানছড়ি থানায় ৫টি মামলাসহ চট্টগ্রাম চকবাজার ও বায়েজীদ থানায় একাধিক মামলা রয়েছে। এসআই অনিক,নাজমুল, এএসআই কামরুল,ফারুক ও মঞ্জুর সার্বিক সহযোগিতায় তাকে আটক করা হয়।
প্রসঙ্গত: ২০২২ সালের গত ১৮ আগস্ট ফেনী ছাগলনাইয়া এলাকা থেকে বেলায়েত নামের আরো এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পানছড়ি থানা পুলিশ।