নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপির সভাপতি মো: ইউচুপ এর নেতৃত্বে দেশজুড়ে লাগামহীন লোডশেডিং দ্রব্যমূল্যর অস্বাভাবিক মুল্যবৃদ্ধি গণপরিবহন সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর উর্ধ্বেগতি ভোলায় সেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও ছাত্রদল নেতা নূরে আলমকে অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ আগস্ট ২০২২ সোমবার খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা বিএনপি এবং সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন একত্রিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
অপরদিকে ২৮ আগস্ট রবিবার গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ও ৩নং সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নোয়াব আলীর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবী হোসেন। অন্যদিকে হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে জালিয়াপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।