নুরুল আলম:: খাগড়ছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকায় গোমতী নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে।
নদীতে ডুবে মারা যাওয়া নুসরাত জাহান ব্রাহ্মণবাড়িয়া থেকে ফুফার বাড়ি মাটিরাঙ্গার বেলছড়ি এলাকার মো. আব্দুল্লার বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, রবিবার (২৮ আগস্ট) সকালে ৫ জন মিলে নদীতে গোসল করতে গিয়ে দুই জন ডুবে যায়। পরে স্থানীয়রা চিৎকার শুনে নদীতে নেমে একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে প্রায় দেড় ঘন্টা পর নুসরাত জাহান (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।