শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

পারিবারিক কলহের জেরে নানিয়ারচরে বিষপানে যুবকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, নানিয়ারচর: পারিবারিক কলহের জেরে রাঙামাটির নানিয়ারচরে বিষপানে আত্মহত্যার চেষ্টায় মৃত্যুবরণ করেছে এক যুবক।

রোববার সকাল ১১টায় উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং টিলা এলাকার শাহ জামাল (২৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত শাহ জামাল স্থানীয় মো. আবু হানিফের বড় ছেলে। মৃত্যুকালে শাহ জামাল ৩মাসের একটি কন্যা সন্তান রেখে যায়।

নিহতের চাচা মতিয়ার জানায়, প্রতিদিনের ন্যায় আমি আমার দোকানে যায়। আমার ছেলে ফোন করে আমাকে জানায় শাহ জামাল বিষপান করেছে। খবর পেয়েই আমরা তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসি। এখানে এসে কেবিনে ভর্তি করলে কিছুক্ষণ পরেই ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন যাবৎ টানাপোড়েনের সংসারে পরিবারের সাথে শাহ জামালের দ্বন্দ লেগে ছিল।

এবিষয়ে নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানান, উপজেলার বুড়িঘাটে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে বলে জেনেছি। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!