নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে পেটানোর ঘটনায় করা মামলায় জামিন পেয়েছে অভিযুক্ত উপজলো সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা।
রোববার দুপুরে খাগড়াছড়ির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম আসামী পক্ষের আইনজীবীর আবদনের প্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করে।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকটে আশুতোষ চাকমা জানান, বাদীর মেডিকেল রিপোর্ট আদালতে না আসা পর্যন্ত সুভায়ন খীসা জামিন প্রদান করেছেন।
এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু জানান, বাদী আসামী পক্ষের প্রভাবে শঙ্কিত আদালতকে বিষয়টি উপস্থাপনের পরও জামিন পেলেন আসামী। এতে করে আমরা ক্ষুব্ধ।
গত ১৬ আগস্ট সদর উপজেলা শিক্ষা অফিসে কথা কাটাকাটির জেরে সহকারী শিক্ষা কর্মকর্তা সুভায়ন খীসা মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমি ত্রিপুরাকে মারধর করেন বলে অভিযোগ উঠে।
এ ঘটনার দিন খাগড়াছড়ি সদর থানায় সুভায়ন খীসাকে আসামী করে মামলা করেন প্রধান শিক্ষিক মৌসুমি ত্রিপুরা।