আল-আমিন রনি, গুইমারা প্রতিবেদক: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সি. এন. জি. চালক ও মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। ইতিমধ্যেই উপজেলার বিভিন্ন স্থানে ব্যানার পোষ্টারের মাধ্যমে প্রচারণার কাজ শুরু হয়ে গেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ ই সেপ্টেম্বর নবসৃষ্ট গুইমারা উপজেলাধীন সি. এন. জি. চালক ও মালিক সমবায় সমিতি লিঃ (রেজিঃ নং ৫৯৪/ খাগড়া) এর পরিচালনা ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে নির্ঘুম দৌঁড়ঝাঁপ। সংগঠনটিতে মোট ভোটার সংখ্যা ২৫৩ জন। এখানে মোট ৯ টি পদে লড়াই করছেন ২৩জন প্রার্থী ।
তন্মধ্যে ৩ টি সদস্য পদে প্রতিদন্ধিতা করছেন ৬ জন, ১ টি লাইন সম্পাদক পদে লড়ছেন ৩ জন, ১ টি কোষাধ্যক্ষ পদে লড়ছেন ৩ জন, ১ টি যুগ্ন সম্পাদক পদে লড়ছেন ২ জন, সাধারণ সম্পাদক পদে লড়ছেন ২ জন, ১ টি সহ-সভাপতি পদে লড়ছেন ৫ জন ও সভাপতি পদে লড়ছেন ২ জন । মোট ৯ টি পদের মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে যারা লড়ছেন তারা হলেন, চেয়ার প্রতীক নিয়ে সভাপতি পদপ্রার্থী মোঃ ফোরকান আলী এবং মোবাইল প্রতীক নিয়ে মোঃ নুর মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক পদে সি.এন.জি. প্রতীক নিয়ে মোঃ নুরুল ওহাব এবং ফুটবল প্রতীক নিয়ে মোঃ আনোয়ার হোসেন ।
সরেজমিনে কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা যায়, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে তারা আশা করেন। এমনকি প্রার্থীদের মধ্যে ও সৌহাদ্যপুর্ন আচরণ লক্ষ করা গেছে।