নুরুল আলম: খাগড়াছড়ি জেলা বিএনপি’র গঠিত নির্বাচন কমিশনার গতকাল বুধবার (২৪ আগস্ট) রাতে মানিকছড়ি উপজেলা বিএনপি’র সম্মেলন স্থগিত ঘোষণা করেছেন।
উপজেলা বিএনপি’র দলীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালের পর বিএনপির সম্মেলনকে ঘিরে দলের তৃণমূলে নেতাকর্মীরা প্রাণচাঞ্চল্যে উৎফুল্ল ছিল। সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হলেও পরে সম্মেলন স্থগিত ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির নব-নির্বাচিত সভাপতি মো. এনামুল হক এনাম সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।