শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

খাগড়াছড়িতে বিএনপির কাউন্সিলের মঞ্চ ভাংচুর ও হামলার অভিযোগ আওয়ামীলীগের বিরুদ্ধে

বিএনপি-আ.লীগে রাজনীতিতে আবারো উত্তাপ

নিজস্ব প্রতিবেদক:: পার্বত্য জেলা খাগড়াছড়িতে দীর্ঘ সময় বড় ধরনের কোন সহিংসতার ছাড়াই পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্যের মধ্য দিয়ে মাঠ সরগরম থাকলো এবার উত্তাপ ছড়িয়েছে আওয়ামীলীগ-বিএনপিতে। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা ও মানিকছড়ি উপজেলা বিএনপির কাউন্সিলের প্রস্তুতির মঞ্চ ভাংচুর করার অভিযোগ করেছে বিএনপি। এ ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করা হয়। এ ঘটনায় দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলামসহ অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে দাবী বিএনপির

জানা গেছে, বৃহস্পতিবার বিকালে দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল হওয়ার কথা ছিলো। কাউন্সিলকে সামনে রেখে উপজেলার ফুটবল মাঠে মঞ্চ নির্মাণের কাজ চলাকালে বুধবার (২৪ আগস্ট) বিকাল সোয়া ৪টার দিকে হামলার ঘটনা ঘটে।

এ হামলার জন্য খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারঅভিযোগ করেন, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মঞ্চ নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। এ ঘটনায় আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে গত ৮ আগস্ট দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিল নির্ধারিত তারিখ ছিল। কাউন্সিলটি আয়োজন করা হয়েছিল উপজেলার মেরুং-এর একটি গ্রামে। কিন্তু সম্মেলনের একদিন আগে ৭ আগস্ট সকাল ৯টার দিকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাউন্সিলের মঞ্চ ও টেবিল দেওয়ার ভাঙচুর করে। এসময় সন্ত্রাসীদের হামলায় ৬ নেতাকর্মী আহত হয় বলেও অভিযোগ তোলা হয়।

পরবর্তীতে আবার জেলা প্রশাসন ও পুলিশের অনুমতি নিয়ে শুক্রবার ২৬ আগস্ট ফের দীঘিনালা উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়। এ বিষয়ে দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের বক্তব্য নিতে দীঘিনালা সাধারণ সম্পাদক মো. কাসেমের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননী।

এদিকে বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় মানিকছড়ি উপজেলা বিএনপির কাউন্সিলের সময় নির্ধারিত করে বিএনপি। উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে দলীয় কার্যালয়ের সামনে কাউন্সিলের জন্য প্যান্ডেল করা হলে মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে সে প্যান্ডেল ভাংচুর করা হয় বলে অভিযোগ করেন।

মানিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল এ ভাঙচুরের আওয়ামীলীগকে দায়ী করেছেন। তবে মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ মাঈন উদ্দীন এ ঘটনার অস্বীকার করে অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। এদিকে হামলা ও ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল বের করে খাগড়াছড়ি জেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!