আল-মামুন,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্ধুকছড়ি সড়কের তৈর্কমা সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে দুই জনের মৃত্যু হয়েছে। নিহতরা হচ্ছে- মানিকছড়ি গচ্ছাবিল এলাকার বাসিন্দা মো: রাজু (৩৫) ও মো: ইলিয়াছ (৩৬)।
মঙ্গলবার (২৩ আগস্ট ২০২২) সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দুইজনেই শ্রমিক। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে আরো অনন্ত ৩ শ্রমিক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার ওসি মো: রশিদ জানান, কাঠ বোঝাই ট্রাকটি মহালছড়ি থেকে জালিয়াপাড়ার দিকে আসছিলো। চালক নিয়ন্ত্রন হারালে ঘটনাস্থলেই ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা ২জন নিহত হন এবং আরো ৩জন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা আহত ও নিহতদের লাশ উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশংকাজনক হওয়ায় ২জনকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।