নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা: পার্বত্য খাগড়াছড়ি মাটিরাঙ্গার তবলছড়িতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং নিয়মিত মাসিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২২আগষ্ট সোমবার সকাল ১০টার সময় স্বাস্থ্য ও পরিবার কল্পনা মন্ত্রনালয়ের অধীনে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের ২নং ইউনিটের আয়োজনে মহিলা মাদ্রাসা পাড়া,পাড়াকেন্দ্রে মাসিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে পেইড পেয়ার ভলান্টিয়ার পিপি ভি তাহমিনা মজুমদারের পরিচলনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তবলছড়ি ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জমিলা বেগম, তবলছড়ি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি লিটন পাটোয়ারী, প্রধান বক্তা তবলছড়ি ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আমির হোসেন। এছাড়াও পরিবার কল্যান সহকারী আক্রই মারমা, পেইড পেয়ার ভলান্টিয়ার পিপিভি সাফিয়া আক্তার উপস্থিত ছিলেন।