শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারা আওয়ামীলীগের শোকসভায়—কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি


নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আগস্ট মাসের শোককে শক্তিতে পরিনত করতে এবং বিএনপি ও জামায়াতের দেশ বিরোধী ষড়যন্ত্র সৃষ্টি চেষ্টার প্রতিবাদে গুইমারাতে বিশাল শোকসভা অনুষ্ঠিত হয়।

২০ আগষ্ট সকালে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে শোকসভা বাস্তবায়ন কমিটির আহবায়ক আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ দেশের মানুষ বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বিশ্বাস করে এবং তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। কিন্তু জামায়াত বিএনপি উন্নয়ন ও স্বাধীনতা বিশ্বাস করেনা। তারা ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে সবসময় মিথ্যা প্রচার করছে।

তিনি আরও বলেন, আকাশে ও জমিনে সবখানেই শেখ হাসিনার উন্নয়নের দৃশ্যমান। শেখ হাসিনা সরকারের উন্নয়ন ইতিহাস হয়ে খাকবে। সেই ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্ম চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হয়ে থাকবে। ইতিহাস আমাদের পথ দেখাবে নতুন নতুন দিগন্তের। আওয়ামী লীগ উন্নয়ন করে মানুষের জান মালের নিরাপত্তা দিয়েছে বিধায় দেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে আছে। বিএনপি জামায়াতকে মিথ্যা প্রচারণা না করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার আহবান জানান।

শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পার্থ ত্রিপুরা জুয়েল, য্গ্নু সাধারণ সম্পাদক এডভোকেট আশুতোষ চাকমা, য্গ্নু সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, কল্যান মিত্র বড়ুয়া, কংজরী চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমীরণ পাল, হাফছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমাসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!