আল মামুন, খাগড়াছড়ি : রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য শিক্ষাবিদ ড. প্রদানেন্দু বিকাশ চাকমা-এঁর মৃত্যুতে (মহাপ্রয়াণে) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী প্রেরিত এক বিবৃতিতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, “ ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মহা প্রয়াণে জাতির অপূরণীয় ক্ষতি হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের বিশ^বিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রথম এ উপাচার্য শিক্ষা বিস্তার ও সমাজ বিকাশে অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর এ অবদান শ্রদ্ধা চিত্তে স্মরণ করছি।”
তিনি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা-এঁর পবিত্র আত্মার শান্তি কামনা এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সকালে পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে নিহতের খাগড়াছড়ির সদরের খবংপড়িয়াস্থ বাড়ীতে শ্রদ্ধা নিবেদন করেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞা,নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদস্য মংক্যচিং চৌধুরী, পার্থ ত্রিপুরা জুয়েল,কল্যাণ মিত্র বড়ুয়া।
অন্যদিকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত উপাচার্য ও বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য শিক্ষাবিদ ড. প্রদানেন্দু বিকাশ চাকমা-এঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন। বুধবার দুপুরে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন এর পক্ষ থেকে সভাপতি প্রদীপ চৌধুরী,সাধারন সম্পাদক সৈকত দেওয়ান,অর্থ সম্পাদক নুরুচ্ছাফা মানিক ও সদস্য রূপায়ন তালুকদার,আল-মামুন,বিপ্লব তালুকদার সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি নিহতের আত্মার শান্তি কামনা করে পরিবারের প্র্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, আজ (১৭ আগস্ট,২০২২) বুধবার সকাল ৮টা ২০ মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ (সত্তর) বছর।