নিজস্ব প্রতিবেদক:: সারাদেশের ন্যায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে সংঘটিত দেশব্যাপী সিরিজ বোমা হামলা’র প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৭ আগস্ট ২০২২ বুধবার বিকাল ৪ ঘটিকায় গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমার নেতৃত্বে সিরিজ বোমা হামলা’র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সদস্য ও হাফছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু তাহের, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ সৌমসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
এসময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ গুইমারা উপজেলা আওয়ামীলীগের দলীল কার্যালয় থেকে গুইমারা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।