শিরোনাম
বৃহঃ. ডিসে ২৬, ২০২৪

গরীব ও দুঃস্থদের বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

আল-মামুন,খাগড়াছড়ি:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে খাগড়াছড়ি বিজিবি সেক্টর হেডকোয়ার্টার ৩২ বিজিবি ব্যাটালিয়ন এর উদ্যেগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার (১৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি ৩২বিজিবি ব্যাটালিয়নের হেলিপ্যাডে এ খাদ্য সামগ্রী বিতরণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ২ শতাধিক অসহায়,গরীব ও দুঃস্থ জন সাধারনের মাঝে খাদ্য সামগ্রী তুলেদেন বিজিবির ৩২ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এম এইচ হাফিজুর রহমান,এসপিপি।

এ ছাড়াও এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণ,আত্মজীবনীমূলক প্রামাণ্যচিত্র,আলোচনা সভার আয়োজন করে। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি বিজিবি ৩২ ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক মিজানুর রহমান,সেক্টর সদর দপ্তরের সহকারী পরিচালক মোঃ জামাল হোসাইন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!