নিজস্ব প্রতিবেদক: মানিকছড়ি উপজেলার ছদুরখীল উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল ১০.২০ মিনিট সময় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, ম্যানেজিং কমিটি সভাপতি মো. আ. হামিদ মেম্বার, অতিথি ছিলেন ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদ ৮ নং ওয়ার্ড এর মেম্বার মানিক ত্রিপুরা, ম্যানেজিং কমিটির সদস্য আর্মি সাথোয়াই চৌধুরী, আ. করিম ভাসানী, ছদুরখীল মুসলিম সমাজের সর্দার মো. মোসলেম উদ্দিন, ত্রিপুরা সমাজের কারবারি কামিনী ত্রিপুরা সহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
শুরুতে প্রাত্যহিক সমাবেশ, শপথ বাক্য, পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও পবিত্র ত্রিপিটক পাঠ ও বিশেষ প্রার্থনা মধ্য দিয়ে শোক স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে প্রধানশিক্ষক আব্রে মারমা, সভায় উপস্থাপনা করেন সহকারী শিক্ষক মো. মামুনুর রশিদ। সভাপতি সমাপ্তির বক্তব্য আগে ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহিদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।