নিজস্ব প্রতিবেদক:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহকে গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলমের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
৭ আগস্ট ২০২২ রবিবার বেলা ১২ টার সময় গুইমারা উপজেলা নির্বাহীয় অফিসারের কার্যালয়ে গুইমারা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত হয়ে নবযোগদানকৃত নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করা কালীন উপস্থিত ছিলেন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সহ সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, অর্থ সম্পাদক শাহ আলম, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক আবুল হোসেন রিপন, নির্বাহী সদস্য আশ্রাফুল ইসলাম বেলাল, দিদারুল ইসলাম হৃদয়, মো: মহিউদ্দিন প্রমূখ।
এসময় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ বলেন, আমি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দায়িত্বভার গ্রহন করে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছি। স্থানীয় জনসাধারনের সাথে মিলেমিশে সরকারের উন্নমূলক কাজ করবো এবং এসকল কাজে যাতে কোনো রকম দূর্নীতি বা স্বজন প্রীতি না হয় সেই ব্যপারে সাদ্যমতো চেষ্ঠা করবো এবং এতে জনপ্রতিনিধি, জনসাধারন ও সাংবাদিকদের সহযোগিতা কাম্য।