নুরুল আলম: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিনের শুরুতেই সকালে গুইমারা উপজেলা পরিষদে স্থাপিত ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গুইমারা উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযুদ্ধা কমান্ড, থানা পুলিশসহ বিভিন্ন সংগঠন।
৫ আগষ্ট ২০২২ইং শুক্রবার গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুতাছেম বিল্যাহর সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনের বিভিন্ন কর্মময় দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুইমারা মুক্তিযুদ্ধা সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মগ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুর রশিদ।
এতে উপস্থিত ছিলেন ৩ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, গুইমারা প্রেসক্লাবের সভাপতি ও সদস্যবৃন্দ, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মকর্মচারীবৃন্দ।
উল্লেখ্য যে, ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে তিনি জাতির জনক হত্যাকারী মানবতার ঘৃণ্য শত্রুদের নির্মম-নিষ্ঠুর বর্বরোচিত হামলার শিকার হয়ে শাহাদতবরণ করেন।
নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করেছে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।