শিরোনাম
মঙ্গল. ডিসে ২৪, ২০২৪

গুইমারায় লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত


নুরুল আলম:: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা সম্মেলন কক্ষে ইউএনডিপি এসআইডি সিএইচটি কম্পোনেন্টের অধীনে ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা) এর উদ্যোগে লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করে গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

৩১ জুলাই ২০২২ রবিবার সকাল ১০ টায় শুরু হওয়া লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ কর্মশালায় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: হাসিনা আক্তার, গুইমারা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বাবলু হোসেন, গুইমারা থানার এস আই আল-আমিন, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ঝর্ণা ত্রিপুরা, গুইমারা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিঙ্গ সংগঠনের প্রকল্প সমস্বয়কারী মো: মহিন উদ্দিন, গুইমারা উপজেলা সমন্বয়কারী আত্মরুপ চাকমা, মানিকছড়ি সমন্বয়কারী মংউষা মারমা সহ প্রশিক্ষক সৃজশ চাকমা ও মনিষা চাকমা প্রমূখ।

অনুষ্ঠানে বক্ত্যরা বলেন, “শিক্ষা ও দক্ষতার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের কার্যক্রম সুশৃঙ্খল ও সুচারু রুপে বাস্তবায়নের জন্য সকলের অংশগ্রহন কামনা করে এবং এসকল কার্যক্রম আরো গতিশীল ও উৎসাহিত করার আহ্বায়ন জানান।

এসময় সংস্থাটি গুইমারা উপজেলা ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করে। সভার সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দিকনিদের্শনা শেষে দুপুর ২টায় কর্মশালার সমাপ্তি ঘোষনা করা হয়।

By admin

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!