নুরুল আলম:: মানিকছড়ি উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মো. শাহ আলমকে সভাপতি, মো. কামাল হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. ফজলুল হককে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণার মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকাল ৪টায় অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বৃক্ষরোপণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা কৃষকলীগের আহ্বায়ক পিন্টু ভট্টাচার্য।
মানিকছড়ি কৃষকলীগের আহ্বায়ক মো. শাহ আলম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পাজেপ সদস্য মো. মাঈন উদ্দিন, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয়সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আরমান চৌধুরী, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় সদস্য মোতাহের হোসেন চৌধুরী, খাগড়াছড়ি জেলা কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক টারজেন বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব খোকন চাকমা প্রমুখ।