নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়ার বিরুদ্ধে নানা অভিযোগ এনে তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ।
বুধবার (২৭ জুলাই) বিকালে তবলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম কামাল উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়ে তবলছড়ি বাজার প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয় ।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী হোসেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. হারুন মিয়া। বক্তারা আবুল কাশেম ভূইঁয়াকে একজন খুনি ও সন্ত্রাসী আখ্যায়িত করে তার অপসারণ দাবি করে বলেন, বর্তমানে চেয়ারম্যান হওয়ার সুবাদে তার কাশেম বাহিনীর তাণ্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয়রা। ক্ষমতার দাপটে তিনি দেশ মাতৃকার গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরও লাঞ্চিত করেছেন।
উল্লেখ্য, গত বছর ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাটিরাঙা উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে সরকার দলীয় আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে মো. আবুল কাশেম ভূঁইয়া ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু ফলাফল প্রত্যাখান শাসক দলের পরাজিত প্রার্থী আদালতে মামলা করেন। মামলায় মো. আবুল কাশেম ভূঁইয়াকে নির্বাচিত ঘোষণা করা হয়।